প্রতিদিনের বিভিন্ন অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখায় । আমি চিন্তাশীল মানুষ । চিন্তা করতে বরাবরই ভালোলাগে । আমি আমার শিখনবলী এবং চিন্তাবলী কে লিখায় রূপ দিতে ভালোবাসি । এই ভালোবাসা থেকেই আমার এই ব্লগ দুনিয়ায় আগমন করা । জানি না ব্যস্ত জীবনে কতটুকু সময় আমি দিতে পারবো লিখার কাজে । তবে সময় পেলে লিখার লোভ আশা করি সামলাতে পারবো না ।
বিদায়